No Internet Connection !

জাতীয় সংসদ ভবন

প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উ: লুই আই কান।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান কোন দেশের নাগরিক? উ: যুক্তরাষ্ট্রের।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কত সালে? উ: ১৯৬২ সালে।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন? উ: আইয়ুব খান।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? উ: শেরে বাংলা নগরে।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর প্রতিষ্ঠিত? উ: ২১৫ একর।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়? উ: ২৮ জানুয়ারি, ১৯৮২ সালে।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের নির্মাণ ব্যয় কত? উ: ১৯৭ কোটি টাকা।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? উ: ৯ তলা।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে? উ: তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার।
প্রশ্ন: বর্তমান জাতীয় সংসদ ভবনের নির্মাণের আগে বাংলাদেশের সংসদ অধিবেশন কোথায় বসত? উ: বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে (এটি ছিল পুরাতন সংসদ ভবন)।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষের উচ্চতা কত? উ: ১১২ ফুট।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনে অতিথিদের আসন কতটি? উ: ৫৬টি।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনে কর্মকর্তাদের আসন কতটি? উ: ৪১টি।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনে দর্শকের আসন কতটি? উ: ৪৩০টি।
প্রশ্ন: সংসদ ভবনে সাংবাদিকদের আসন কতটি? উ: ৮০টি।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের আসন সংখ্যা কত? উ: ৩৫৪টি।
প্রশ্ন: বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশন বসে কত সালে? উ: ১৫ ফেব্রুয়ারি, ১৯৮২ সালে।
প্রশ্ন: RPO-এর পূর্ণরূপ কি? উত্তর: Representation of the People Order.
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? উ: ১৫৮ ফুট ৮ ইঞ্চি (৪৭.২৫ মিটার)।
প্রশ্ন: জাতীয় সংসদ ভবনের পাশের লেকটির কি নাম? উ: ক্রিসেন্ট লেক।
top
Back
Home
Gsearch